Boni Sengupta: ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডির
গতকাল দীর্ঘসময় ধরে অভিনেতা বনিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর আজ ফের বনিকে তলব করলো ইডি। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে বনিকে তলব করেছে ইডি। কুন্তল ( Kuntal Ghosh ) যে গাড়ি কিনতে টাকা দিয়েছিলেন, সেই গাড়ির নথি নিয়ে হাজির হতে তলব।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম কোনো অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আর তাতেই কুন্তলের সাথে বনির আর্থিক লেনদেনের তথ্য মেলে বলে সূত্রের খবর। এরপর ফের জিজ্ঞাসাবাদ করতে তাঁকে তলব করে ইডি।
বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে দুদফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটে। মধ্য়াহ্নভোজের পর আবার দুপুর ৩টে থেকে রাত ৮টা অবধি। জিজ্ঞাসাবাদ শেষে অন্য় গেট দিয়ে বেরিয়ে যান অভিনেতা বনি সেনগুপ্ত!
বনি সেনগুপ্তর দাবি, প্রডিউসার হিসাবে সিনেমা এবং ইভেন্ট করার জন্য কুন্তলের কাছ থেকে টাকা নিয়ে ২০১৭ সালে, তিনি একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। কুন্তলের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে গেছিলেন তিনি। বনি সেনগুপ্ত জানান, আমি বলেছিলাম, না ব্ল্যাকে না, হলে হোয়াইটে ট্রানজাকশন হবে, সেই জন্য আমি গাড়ির অ্যাকাউন্টে নিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে নয়। বনি সেনগুপ্তের উল্টো বক্তব্য কুন্তলের । তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমার ইভেন্টের টাকা নিয়ে ও কী করেছে আমি কী করে বলব?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊