Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো গজরাজ

সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো গজরাজ

Elephant


সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো গজরাজ।যদিও হাতিটি কোনো ক্ষতি করেনি।আজ ভোরে একটি হাতি গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে দক্ষিণ ধুপঝোরা এলাকার ফাঁকা কৃষি জমিতে চলে আসে।সেখানে দীর্ঘক্ষণ হাতিটি ঘোরাফেরা করে।এদিন ভোরে হাতিটিকে অনেকেই কৃষি জমিতে ঘোরাঘুরি করতে দেখে।



খবর চাউর হতেই সংলগ্ন রিসোর্ট গুলোতে থাকা পর্যটকরাও ছুটে আসে হাতি দেখতে।এরপর হাতিটি স্থানীয় বাসিন্দাদের চিৎকারে একটি ছোট চা বাগান হয়ে ফের গরুমারা জঙ্গলে চলে যায়। রিসোর্টে বসেই হাতি দেখে খুশি হয় পর্যটকরাও।



উল্লেখ্য, মাঝেমধ্যেই এলাকায় হাতি চলে আসে।রাতভর লোকালয়ে থাকার পর ভোরের আলো ফোটার আগেই হাতিগুলো ফের জঙ্গলে চলে যায়।তবে এদিন হাতিটি লোকালয়ে কোনো ক্ষতি না করায় সস্তিতে রয়েছে স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code