Apon Bangla Card Apply 


Apon Bangla Card Apply



Apon Bangla Card : এবার প্রবাসী বাঙালিদের তথা রাজ্যের যে সমস্ত বাসিন্দা কর্মসূত্রে বাইরের দেশে রয়েছেন তাদের জন্য  রাজ্য সরকার নিয়েছে এক নয়া উদ্যোগ। 


গত ২১ শে ফেব্রুয়ারি ২০২৩, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্য সরকার নতুন একটি পোর্টালের শুভসূচনা করে। এই নতুন পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘আপন বাংলা' (apon bangla)। কোন প্রবাসী যদি এই পোর্টালে নাম নথিভুক্ত করেন, তাহলে  সরকারের তরফে তাদের দেওয়া হবে আপন বাংলা কার্ড (apon bangla card)।


কী কী সুবিধা রয়েছে এই আপন বাংলা কার্ডের (apon bangla card facility), আসুন জেনে নেই- 

১) যদি আপনার কাছে আপন বাংলা কার্ড (apon bangla) থাকে তাহলে, সেই প্রবাসী বাঙালি কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী কোনো বাঙালিও বিদেশের মাটিতে বসেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার এবং দেখার সুযোগ পাবেন।


২) আপন বাংলা কার্ড (apon bangla) থাকলে, যে কোনও সমস্যায় পড়লে দ্রুত রাজ্য সরকারের সাহায্য পাবেন । 


আপন বাংলা কার্ড অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে (Apon Bangla Card Apply Documents List):-

১) পাসপোর্ট সাইজের কালার ফটো (50KB)
২) সিগনেচার (50 KB)
৩) পাসপোর্ট (Passport) (Front & Back in a single image,File Format: JPG/JPEG, 2MB)
৪) ঠিকানার প্রমাণ (PDF/JPG/JPEG, Size:2 MB each)

আপন বাংলা কার্ড অনলাইন আবেদন পদ্ধতি (Apon Bangla Card Online Apply Bengali)


১) প্রথমে আপনাকে aponbangla.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Register with Us অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Click Here To Register এ ক্লিক করুন।
৪) এরপর ৪ টি ধাপে ফর্ম ফিলাপ করতে হবে।




Apon Bangla Card Website Link:- Click

Apon Bangla Card Registration Link:- Register

Apon Bangla Card Log In Link:- Log In

Apon Bangla Card Helpline Number:- 18003458244