এক যুবককে ফিরে পেতে অপর যুবকের ধর্ণা! এক বছর পাঁচ মাসের ভালোবাসা !
ধুপগুড়িতে এ-কি কাণ্ড, এক যুবককে ফিরে পেতে অপর যুবকের ধর্ণা। এতদিন আমরা দেখেছি শুনেছি যুবক -যুবতীর জন্য ধর্ণায় বসে আবার যুবকদের জন্য যুবতীরা। তবে এবার একেবারেই আলাদা ঘটনা।
জানা গেছে, শুক্রবার ধুপগুড়ির কুমলাই ব্রিজ এলাকায় এক বছর পাঁচ মাসের ভালোবাসা ফিরিয়ে পাওয়ার দাবিতে একজন যুবক অপর একজন যুবকের জন্যে রাস্তার পাশে রীতিমতো প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে পড়ে ধর্নায়। তাতে লেখা ছিল আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দাও।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ এবং ধর্নারত যুবককে থানায় নিয়ে যায়।
যুবকটির দাবি, এলাকার এক যুবকের সাথে তার ১ বছর ৫ মাসের প্রেমের সম্পর্ক। আর এই সম্পর্কের জেরে এদিন তিনি ধর্নায় বসেন এবং বিয়ের দাবি করেন। অন্যদিকে এক যুবকের জন্য অপর যুবকের ধর্ণার ঘটনায় হতবাক সকলে।
আরও পড়ুনঃ Birth Certificate Correction Online : জন্ম সার্টিফিকেট শিশুর নাম সহ যাবতীয় সংশোধন করুন অনলাইনে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊