Latest News

6/recent/ticker-posts

Ad Code

Birth Certificate Correction Online : জন্ম সার্টিফিকেট শিশুর নাম সহ যাবতীয় সংশোধন করুন অনলাইনে

Birth Certificate Correction Online : জন্ম সার্টিফিকেট নিজেই সংশোধন করুন অনলাইনে

janmamrityutathya.wb.gov.in



Birth Certificate : শিশুর জন্ম সার্টিফিকেট একটু গুরুত্বপূর্ণ নথি। গত ২০২২ সালের ৫ মে থেকে চালু হয়েছে অনলাইনে জন্ম সার্টিফিকেট (Birth Certificate Online) দেবার কাজ। ফলে অনেক সুবিধা এবং সেই সাথে অনেক দ্রুত পাওয়া যাচ্ছে জন্ম সার্টিফিকেট (Birth Certificate)। তবে অনেকক্ষেত্রেই জন্ম সার্টিফিকেটে থেকে যাচ্ছে ভুল। তবে ভুল সংশোধন এখন অনলাইনেই (Birth Certificate Online) সম্ভব।


জেনে নিন কীভাবে জন্ম সার্টিফিকেট সংশোধন (Birth Certificate Correction Online) করতে পারবেন।


যদি আপনার জন্ম সার্টিফিকেট (Birth Certificate Correction Online) এ কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি তা সংশোধন করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই । সংশোধন হওয়ার পর তা ডাউনলোডও ( Birth Certificate Download Online) করতে পারবেন। জেনেনিন কিভাবে অনলাইনে আপনার জন্ম সার্টিফিকেট সংশোধন (Birth Certificate Correction Online) করতে পারবেন।


Birth Certificate Correction Online West Bengal


১) প্রথমে আপনাকে janmamrityutathya.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর মেনু থেকে Citizen Services এ ক্লিক করুন।
৩) এরপর Birth থেকে Birth Certificate Correction এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে জন্ম সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এরপর আপনি যা সংশোধন করতে চাইছেন তা সংশোধন করুন। এবং সাবমিট করুন।
৬) এরপর Track Application এ ক্লিক করে স্ট্যাটাস চেক করে দেখে নিন অ্যাপ্রুভ হয়েছে কিনা।
৭) অ্যাপ্রুভ হয়ে গেলে Download Certificate এ ক্লিক করে সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে নিন।


শুরুতে শিশুর নাম সংশোধনের (Birth Certificate Correction Online) ব্যবস্থা চালু না হলেও বর্তমানে শিশুর নামের ভুল এখন অনলাইনেই সংশোধন হচ্ছে। শিশুর নাম সংশোধনের জন্য একটি এফিডেফিট করিয়ে সেই কপি PDF  বা JPEG ফরম্যাটে অনলাইনে আপলোড করতে হয়। ১৫-২০ দিনের মধ্যেই সংশোধন হয়ে যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code