Holiday: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বদলে গেলো ছুটির তারিখ
রাজ্য় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীর ছুটির দিন বদল করল রাজ্য়। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে নবান্ন।
মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti) জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্ম উপলক্ষে এই শুভ উৎসব উদযাপিত হয়।
৪ এপ্রিল, মঙ্গলবার মহাবীর জয়ন্তী। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনই ছুটি দেওয়া হয়েছিল আগে। কিন্তু আচমকা সেই ছুটির দিন বদল করা হল।
রাজ্য সরকারি কর্মচারীরা মহাবীর জয়ন্তীর ছুটি পাবেন ৩ এপ্রিল, সোমবার। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- " 21শে অক্টোবর, 2022 তারিখে নং 4331-F(P2) দ্বারা জারি করা বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তনে, 4 ঠা এপ্রিল, 2023 এর জায়গায় ২৫ নং ধারা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, 1881 প্রয়োজ্ঞ করে রাজ্যপাল 3রা এপ্রিল, 2023 (সোমবার)কে "মহাবীর জয়ন্তী" উপলক্ষ্যে সরকারি ছুটির দিন ঘোষণা করতে পেরে খুশি হয়েছেন ।"
এর ফলে শনি, রবি, সোম- টানা ৩ দিন ছুটি কাজে লাগাতে পারবেন সরকারি কর্মচারীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊