Strike Live Update : ধর্মঘটের প্রভাব সকাল থেকেই, পুলিশ এসে ব্যানার খুললেও ছাত্র শূন্য বিদ্যালয় 

Strike Live Update



জলপাইগুড়ি: 

মহার্ঘ ভাতা, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে ডাকা শুক্রবারের ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেলো সকাল থেকেই। শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অভিনন্দন জানালো ধর্মঘটিরা।

রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে অন্যান্য শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের কারণে সকাল থেকেই কার্যত ফাঁকা স্কুল প্রাঙ্গণ।

কিছু সংখ্যক অভিভাবক শিশুদের নিয়ে স্কুলের সামনে এসেও গেট বন্ধ থাকায় ফিরে যাবার দৃশ্য উঠে এলো ক্যামেরার।

ধর্মঘট প্রসঙ্গে এ বি পি টি এর জলপাইগুড়ি জেলার সম্পাদক বিপ্লব ঝা জানান, সকাল থেকেই প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র ছাত্রীরা আসেনি এবং এই চিত্র গোটা জেলা তথা রাজ্য জুড়ে বলেই আমাদের কাছে খবর আসছে, আমরা অভিনন্দন জানাই শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের আমাদের পাশে থাকার জন্য। 

যদিও পরে পুলিশ এসে বিদ্যালয়ের গেট থেকে বেনার খুলে নিয়ে চলে গেলে শিক্ষক শিক্ষিকারা ভিতরে ঢুকলে ও ছাত্র ছাত্রীদের দেখা যায়নি ।