Anubrata Mandal : অনুব্রতর দিল্লী যাত্রার জটিলতা কাটলো, কেন এতো টালবাহানা? বিক্ষোভে জাতীয় সড়ক অবরোধ 

Anubrata Mandal


Anubrata Mandal : অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রার জটিলতা কাটল। হাইকোর্টের নির্দেশ মতোই অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) দিল্লি নিয়ে যেতে হবে। এমনটাই জানালেন আসানসোল বিশেষ সিবিআই আদালত। 

জেল কতৃপক্ষকে কলকাতার কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রত মন্ডলকে  (Anubrata Mandal) চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। নিরাপত্তা দেবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। 

চিকিৎসার পর ইডির হাতে অনুব্রতকে তুলে দেওয়া হবে। এরপর ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন। 

এদিকে অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা সেই নিয়ে এদিন আসানসোলের বি এন আর মোড়ে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস। 

 তাদের দাবি দীর্ঘদিন ধরে যে টালবাহানা চলছে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্যে সে যেন শেষ হয়। অবিলম্বে পুলিশ প্রশাসন এবং ইডিকে এবিষয়ে হস্তান্তর করতে হবে। এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে জাতীয় কংগ্রেস। 

বিক্ষোভের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস সমর্থকরা। প্রায় দশ মিনিট অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।