Latest News

6/recent/ticker-posts

Ad Code

Strike Dinhata : স্কুলে ঢুকে শিক্ষকদের হুমকি দিনহাটায়, রাস্তায় ভাঙলো গাড়ি

Strike Dinhata : স্কুলে ঢুকে শিক্ষকদের হুমকি দিনহাটায়, রাস্তায় ভাঙলো  গাড়ি 




স্কুলে ঢুকে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আজ দিনহাটার (Dinhata) গিতালদহ হরিরহাট উচ্চবিদ্যালয়ে হাজির হন অঞ্চল সভাপতি আনারুল হকের নেতৃত্বে একদল তৃণমূলকর্মী। বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকদের 'হুমকি' দেওয়ার অভিযোগ ওঠে।


বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা কম কেন ? বাকিরা কোথায়? কেন তাঁরা বিদ্যালয়ে আসেননি? তা জানতে চান তৃণমূল নেতা। সেই সময় তিনি এক শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। বলেন, ‘এটা গিতালদহ। ঠিক থাকো।’ 'স্কুলের বাইরে দেখে নেওয়ারও হুমকি' দেন বলে অভিযোগ। যদিও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


এদিন বিদ্যালয় ছুটির পর যখন শিক্ষকরা বাড়ি ফিরছিলেন তখন ছোট ফকিরতকেয়া এলাকায় তাদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। একটি চার চাকার ম্যাজিক গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ ওঠেছে।


দিনহাটা থানায় অভিযোগ জানাতে উপস্থিত হন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ জানানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের আক্রান্ত এক শিক্ষিকা জানান- " হামলাকারিদের তেমনভাবে চিনিনা, তবে সামনে আসলে আইডেন্টিফাই করতে পারবো।" 

হামলার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান- "বন্‌ধ ব্যর্থ করেই আমরা স্কুল চালিয়েছিলাম, তাই বন্‌ধের কারনে এই হামলা বলে মনে হয় না, এর পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল বলেই মনে হয়।" 

তবে সঠিক কোন কারনে এই হামলা তা বলতে পারেননি বিদ্যালয়ের শিক্ষিকা। বিস্তারিত দেখুন ভিডিওতে - 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code