Viral Audio : তৃণমূলের  কর্মসূচীতে গণ্ডগোল পাকাতে অডিও ভাইরাল কান্ডে গ্রেপ্তার বিজেপি কর্মীর জামিন 


photo source: viral audio clip




দিনহাটা, ১৯ ফেব্রুয়ারিঃ আজ দিনহাটার ভেটাগুড়িতে বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মণের নিহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস।


ওই কর্মসূচীর আগে গতকাল সামাজিক মাধ্যমে ফোনে কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। যেখানে তৃণমূল নেতার নাম করে ভেটাগুড়ির কর্মসূচীতে গণ্ডগোল পাকানোর নির্দেশ দেওয়া হচ্ছে। ওই অডিও নিয়ে গতকাল সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে তপন বর্মণ নামে বিজেপির ওই সক্রিয় কর্মী গ্রেপ্তার হয়।


আজ ওই গ্রেপ্তারি নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, গতকাল একটি অডিও ভাইরাল হয়। যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূলের কর্মসূচীতে গণ্ডগোল পাকানোর কথা বলা হচ্ছিল। গুলি চালানোর কথা বলা হয়েছে। গতকাল সন্ধ্যায় একটি অভিযোগ মেলার পর তদন্ত করে তপন বর্মণ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তুলে রিমান্ডে চাওয়া হয়েছে। রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদ করে ওই অডিওতে কার কার ভয়েস রয়েছে। সেটা বের করার চেষ্টা করা হবে।


বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেম কুমার বর্মণের পরিবার সুবিচার পাইয়ে দিতে তৃণমূলের, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচী নিয়ে প্রথম থেকেই চাপা উত্তেজনা ছিল। তৃণমূল বিজেপি দুপক্ষের নেতারা ওই কর্মসূচী নিয়ে কড়া বক্তব্য রাখতে থাকেন। কর্মসূচীর আগের দিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার জন্য আরও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। শান্তিপূর্ণ কর্মসূচীর জন্য প্রচুর সংখ্যা পুলিশ কর্মী দিয়ে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর একদম বাড়ির কাছে যাতে কেউ পৌছাতে না পারে, তার ব্যবস্থা করা হয়। এরমধ্যে ওই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগ জনক হওয়ার আশঙ্কা তৈরি হয়।


যদিও শেষ পর্যন্ত তৃণমূলের ওই কর্মসূচী নিয়ে কোন অশান্তি না হওয়ায় পুলিশ প্রশাসন কার্যত স্বস্তির শ্বাস ফেলছে। তবে শেষ খবর পাওয়া অবধি জানা গিয়েছে, দিনহাটা আদালতে গ্রেফতার বিজেপি কর্মীকে পুলিশ হাজির করলে তাকে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।