ইউনিসেফ ইন্ডিয়ার বড় দায়িত্বে আয়ুষ্মান খুরানা

Ayushman Khurana


আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) মুকুটে নয়া পালক। অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)-কে ইউনিসেফ ইন্ডিয়ার (UNICEF India) বড় দায়িত্ব দেওয়া হল। শনিবার, আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ইন্ডিয়ার (UNICEF India) শিশু অধিকারের ন্যাশনাল অ্যাম্বাসেডর (National Ambassador of Child Rights) হিসেবে নিযুক্ত করা হল।



প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নতি লাভের, সুরক্ষিত হওয়ার পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত তাঁদের চিন্তায় ফেলে সেগুলির জন্য নিজেদের কণ্ঠ এবং এজেন্সিকে প্রচারের ক্ষেত্রে ইউনিসেফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আয়ুস্মান খুরানা।



নতুন এই দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, 'ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশু অধিকারের জন্য আমার উদ্যোগকে এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের। ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যাগুলির মুখোমুখি হতে হয় সে সম্পর্কে আমি খুবই আবেগপূর্ণ। ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে আমি শিশুদের সঙ্গে কথা বলেছি, ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করেছি। ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায়, আমি শিশুদের অধিকারের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠব, বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বেশি লড়ব যারা এমন সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হয়।'



২০২০ সালের সেপ্টেম্বরে আয়ুষ্মানকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছিল। নতুন দায়িত্ব পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লেখেন, 'ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হয়ে সম্মানিত। আমি গত দুই বছর ধরে ইউনিসেফের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত আছি এবং ভারত জুড়ে প্রতিটি শিশুর অধিকারের পক্ষে কথা বলার অপেক্ষায় আছি।'