বকেয়া ডিএ ইস্যুতে কর্মবিরতির পর এবার আরও বড় পদক্ষেপের ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের
২০ ও ২১ ফেব্রুয়ারির রাজ্য সরকারী কর্মীদের কর্মবিরতি ব্যাপক প্রভাব পড়লেও সরকার এখনো বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে কোন পদক্ষেপ নেয়নি।
রাজ্যের অর্থসচীবের নোটিশকে উপেক্ষা করে আজও রাজ্যজুড়ে চলে কর্মবিরতি। তবে এবার আরও বড় পদক্ষেপ গ্রহন করলো সংগ্রামী যৌথ মঞ্চ।
প্রসঙ্গত রাজ্য সরকারী কর্মচারীদের দাবীকে (Dearness Allowance) সমর্থন জানিয়ে এই রাজ্যের কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন ২১ ফেব্রুয়ারি Pen Down পালন করে। কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন গুলির সমর্থন সার্বিকভাবে রাজ্যের সরকারী কর্মচারীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
ডিএ (Dearness Allowance) ইস্যুতে যখন রাজ্য সরকারি কর্মীদের সোমবার ও মঙ্গলবার কর্মবিরতি পালন হলো তখনও সরকার নিশ্চুপ থাকায় আরও বৃহৎ কর্মসূচীর ডাক দিলো ৩৬ টি সরকারী কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব কিংকর অধিকারী জানান- "আগামী কাল ধিক্কার দিবস এবং আগামী ৯ মার্চ শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারীদের ধর্মঘট।" কিন্তু ৯ মার্চ হাই মাদ্রাসার পরীক্ষা আছে বলে তারিখ পরিবর্তন করা হয়েছে। ৯ মার্চ এর বদলে ১০ মার্চ হবে কর্মচারীদের ধর্মঘট।
এখন দেখার মাধ্যমিক পরীক্ষা শেষে আগামী ১০ মার্চ কর্মচারীদের ধর্মঘট কতটা প্রভাব ফেলে রাজ্যে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊