Big Breaking: প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল, Primary TET Result

Primary TET Result



প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল। গতকাল ফাইনাল অ্যানসার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর আজ দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে টেটের ফল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ দুপুর তিনটা থেকেই ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জানা যাবে ফল।


প্রাথমিক টেটে  প্রথম দশে স্থান পেয়েছে ১৭৭জন। প্রথম হয়েছেন এনা সিং। দ্বিতীয় হয়েছেন চারজন। দ্বিতীয় হয়েছেন মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসুরায়। পরীক্ষার ৬০দিনের মাথায় ফল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ই ডিসেম্বর ২০২২-এ রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক টেট। আর আজ প্রকাশিত হল ফল। ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ৬লক্ষ ২০ হাজার প্রার্থীর ফল প্রকাশিত হয়েছে। 


ফল দেখতে পারবেন: