Latest News

6/recent/ticker-posts

Ad Code

Group D: এসএসসির গ্রুপ ডি-তে ১৯১১ জনের চাকরি বাতিল, প্রয়োজনে হেফাজতে নিতে পারে CBI

Group D: এসএসসির গ্রুপ ডি-তে ১৯১১ জনের চাকরি বাতিল, 

grp d


গ্রুপ-ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিল।. জারি হল বিজ্ঞপ্তি। ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতো ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল কমিশন। আজ দুপুর ১২টার মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আর তার পাঁচ মিনিটের মধ্যে আপলোড করার নির্দেশ দেন।



নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। তার মধ্যেই এবার গ্রুপ-ডি মামলায় চাকরি খোয়ালেন  ১ হাজার ৯১১ জন। এদের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। শুধু তা-ই নয়, এই ১৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই-কে, এমন নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 



সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ১৯১১ জনের চাকরি বাতিল করা হল, যাদের চাকরি বাতল করা হল তাঁদের জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। আজ থেকেই স্কুলে ঢোকা বন্ধ। এদের বেতন বন্ধ করার নির্দেশও বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন। 



বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে ২০১৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় যে গ্রুপ ডি স্টাফরা নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, ফলপ্রকাশের সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এমনটাই জিজ্ঞাসা করেন। উত্তরে সুবীরেশ ভট্টাচার্যের নাম জানায় কমিশন।



সুবীরেশ ভটাচার্যের উদ্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই দুর্নীতিতে কোন বড় মাথা রয়েছে, সেই নাম প্রকাশ্যে আনা হোক। সেই নাম যদি তিনি প্রকাশ্যে না আনেন, তাহলে ধরে নিতে হবে এর কিংপিন সুবীরেশ ভট্টাচার্য। নাম প্রকাশ না করলে তিনি শিক্ষাগত যোগ্যতা বা ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ দেন। এর পাশাপাশি এও বলা হয়, যদি সুবীরেশ ভট্টাচার্য মনে করছেন যে, নিরাপত্তার কারণে যদি তিনি নাম প্রকাশ করতে পারছেন না, তাহলে প্রয়োজন পড়লে কলকাতা হাইকোর্ট তাঁর পরিবারকে নিরাপত্তা প্রদান করবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code