Job Update: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে নিয়োগ, আবেদন করুন এখনি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (NBU) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম– Assistant Professor, Guest Faculty
মোট শূন্যপদ- ৯ টি।
Food Technology-2, Geology-2, Management-1, Pharmaceutical Technology -1, Bioinformatics-1, and Tea Science-2 এই সকল বিভাগে এই নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা- Master Degree/ CA, ICWA/ M.Pharm/ M.Sc, PhD করে থাকতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ১২,০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Apply Now Click Here : https://74.207.237.211/NBU/#/
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊