বিদ্যালয়ের Summative পরীক্ষা এবং মাধ্যমিক টেস্টের তারিখ নিয়ে পর্ষদের বিজ্ঞপ্তি, তৈরি হলো বিতর্ক

students madam



২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হবে মাধ্যমিক ২০২৩ এর পরীক্ষা। আর এরই মাঝে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিদ্যালয়ের পার্বিক মূল্যায়ন বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ । আর বিজ্ঞপ্তি জারি হতেই তৈরি হলো বিতর্ক।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যালয়ের পার্বিক মূল্যায়ণের জন্য এবং দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার জন্য প্রতিটি বিদ্যালয়কেই প্রশ্নপত্র তৈরি করতে হবে, যেখানে প্রতিটি বিদ্যালয়ের নাম উল্লেখ থাকবে। একইসাথে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদ্যালয়ের তিনটি পার্বিক মূল্যায়ণের সম্ভাব্য সময়সূচিও।


বিজ্ঞপ্তি অনুসারে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম পর্বের মূল্যায়ন করতে হবে ১ এপ্রিল থেকে ১১ এপ্রিলের মধ্যে। দ্বিতীয় পার্বিক মূল্যায়ন ১ অগাস্ট থেকে ৮ অগাস্টের মধ্যে শুরু করতে হবে। তৃতীয় পার্বিক মূল্যায়ন ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে শুরু করতে হবে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।


কিন্তু পর্ষদ পঞ্চম শ্রেণীর পার্বিক মূল্যায়নের বিষয়ে কোন বিজ্ঞপ্তি দেয়নি। ফলে তৈরি হয়েছে বিতর্ক। কারণ মাধ্যমিক বিদ্যালয়ের বেশিরভাগ বিদ্যালয়েই রয়েছে পঞ্চম শ্রেণী। ফলে প্রশ্ন তৈরি হয়েছে পঞ্চম শ্রেণীর পার্বিক মূল্যায়ন নিয়ে।

দেখেনিন বিজ্ঞপ্তি - Click Here