Hero Alom : উপহার পাওয়া গাড়ি জনতার সেবায় বিলিয়ে দিলেন হিরো আলম, প্রশংসার ঢেউ নেটপাড়ায়

Hero Alom




হবিগঞ্জের চুনারুঘাটের মাদ্রাসা শিক্ষক মুখলিছুর রহমান একটি গাড়ি উপহার দেন হিরো আলমকে। আর সেই উপহার পাওয়া গাড়ি জনগনের সেবায় বিলিয়ে দিলেন হিরো আলম। গাড়ির নাম দিলেন জনতার অ্যাম্বুলেন্স ।

হিরো আলম জানিয়েছেন- "একটি গাড়ি উপহার পেলাম। গাড়ি নাম জনতার অ্যাম্বুলেন্স। এই গাড়িটি হবে নন্দীগ্রাম-কাহালু বগুড়া উপজেলার জনতার অ্যাম্বুলেন্স।
গাড়িটি বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) সংসদীয় আসনের জনগণের সেবায় কাজে লাগাবো। গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে জনগণের কল্যাণে ব্যবহার হবে। গরিব, অসহায়, প্রতিবন্ধী সহ নিম্ন আয়ের মানুষদের সেবায় এই উপহারটি (গাড়ি) উৎসর্গ করলাম।"


তিনি আরও জানান- "আমি জনগণের সেবা করার ব্রত নিয়ে নিজেকে বিলিয়ে দিতে এসেছি। যিনি (হবিগঞ্জের চুনারুঘাটের মাদ্রাসা শিক্ষক মুখলিছুর রহমান) আমাকে এই গাড়িটি উপহার দিয়েছেন, তার প্রতি নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সকল জনসাধারণ এবং হিরো আলমের সকল ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।"

প্রসঙ্গত হিরো আলম আরও বলেন- "বগুড়া-৪ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোট দিয়েছে। আমি নির্বাচিত হলেও আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, ফলাফল কেড়ে নেয়া হয়েছে। একটি শক্তি পরিকল্পিতভাবে আমার সঙ্গে অন্যায় করেছে, জনগণের সঙ্গে অন্যায় করেছে। নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সম্মানিত সকল ভোটারদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আগামীতে জনগণ আমাকে তাদের প্রতিনিধি অবশ্যই করবে, ইনশাআল্লাহ।"