Group D র 1698 জন নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকাও যাবে,জেলেও যাবে-বিশ্বজিৎ বসু


highcourt



বুধবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও যে অযোগ্য প্রার্থীরা ইস্তফা দেননি তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সিবিআইকে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সতর্ক করে বিশ্বজিৎ বসু বলেন, টাকাও যাবে, জেলেও যাবে।



এদিন সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন যারা ওএমআর বিকৃতি করেছেন তাঁদের কি দায় নেই? মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, বিকৃত করা OMR শিট যাদের তাঁদের ১৬৯৮ জনকে বেআইনিভাবে সুপারিশপত্র পাঠিয়েছিল SSC। এর মধ্যে ১৬৯৪ জনের কাছে সুপারিশপত্র পৌঁছেছে।



এরপরেই বিচারপতির প্রশ্ন, কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? নোটিশ পাঠানোর কথাও বলেন বিচারপতি। আদালতের কথায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তার পরও যারা ইস্তফা দেননি তারাও এই ষড়যন্ত্রে শামিল বলে ধরে নেবে আদালত।