Madhyamik Admit Card : কবে থেকে মিলবে Admit Card, জানালো মধ্যশিক্ষা পর্ষদ


students



23 February থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর মাধ্যমিক পরীক্ষার Admit Card নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ।

১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ে Admit Card দেওয়া হবে। তবে সেই দিন মাধ্যমিক পরীক্ষার্থীরা Admit Card হাতে পাবে না।


notification

মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে নিজেদের Admit Card নিজেদের বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।