১১ দফা দাবিকে সামনে রেখে মিছিল, বিক্ষোভ ও ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন


worker



কোচবিহার:

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কর্মরত কন্ট্রাক্টচুয়াল কর্মীদের স্থায়ীকরণ, যাত্রাপথে আহার সহ বিভিন্ন হাত খরচের জন্য সংস্থার কন্ডাক্টরদের "পার্সোনাল মানি"র অংক বৃদ্ধি করা, কর্মরত অবস্থায় কোন অস্থায়ী কর্মীর মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন ৫লক্ষ টাকা সহ তার পরিবারের একজনের পরিবহন নিগমে চাকরির সুনিশ্চিতিকরণের পাশাপাশি সংস্থাকে বেসরকারিকরণের অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়ে ১১ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার সংস্থার কোচবিহার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় মিছিল, বিক্ষোভ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন (North Bengal State Transport Employees Union)।

এদিন কোচবিহার বাস টার্মিনাস চত্বরে সমবেত হন পরিবহন শ্রমিকরা, এরপর মিছিল করে তারা পৌঁছন সংস্থার কোচবিহার ডিভিশনাল ম্যানেজার এর দপ্তরে । এখানে বিক্ষোভ এবং তারপর ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন তারা।

এদিন সংগঠনের (North Bengal State Transport Employees Union) নেতা রঞ্জিত ধর বলেন, সংস্থায় কর্মরত সিকিউরিটি শ্রমিকদের নূন্যতম মজুরি সুনিশ্চিতিকরণ, সংস্থার যে সমস্ত লাভজনক রুটে বাস চলাচল করে, তা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে সংস্থার নিজস্ব কর্মী দিয়ে এই রুটগুলিতে বাস চলাচলের ব্যবস্থা করা, সংস্থায় কর্মরত কন্ট্রাক্টচুয়াল কর্মীদের ই এল ছুটি পরবর্তী বছরে যুক্ত করা, এজেন্সি প্রথায় নিযুক্ত কর্মীদের বাৎসরিক সি এল ছুটির ব্যবস্থা, সংস্থায় কর্মরতদের মধ্যে ইতিমধ্যেই যারা পদোন্নতির যোগ্য, দ্রুততার সাথে তাদের পদোন্নতিকরণ, একই ভাবে সংস্থার শূন্য পদগুলি পূরণ করে সুষ্ঠু কাজের পরিবেশ বজায় রাখা, সংস্কার তুফানগঞ্জ ডিপোর নির্মীয়মান শেডের কাজ অবিলম্বে সম্পন্ন করা এবং সর্বোপরি অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিগুলিও এদিন উত্থাপন করা হয়েছে সংস্থার কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের কাছে বলে এদিন জানান তিনি।