WB DA News Update: বকেয়া মহার্ঘ্য ভাত সহ একাধিক দাবিতে 12ই জুলাই কমিটির ধিক্কার মিছিল 

people
কোচবিহারে জমায়েত




WB DA News Update: সম্প্রতি মুখ্যমন্ত্রীর চিরকূট দেখে বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারী কর্মচারীদের ৩ শতাংশ ডি এ বাড়ানোর কথা জানান। কিন্তু এই ডিএ (dearness allowance) ঘোষণা যেনও আগুনে ঘৃতাহুতি ! রাজ্যজুড়ে বকেয়া ডিএ সহ আরও অন্যান্য দাবীতে আন্দোলন আরও ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।


আজ 35 শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা (dearness allowance) সহ 10 দফা দাবিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরে অভিযান, অবস্থান ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করে 12ই জুলাই কমিটি।


রাজ্য সরকারি কর্মচারি ও শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা (dearness allowance) দ্রুততার সাথে মিটিয়ে দেওয়া, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১৮মাসের বকেয়া ডিএ (dearness allowance) অবিলম্বে পরিশোধ করা, কেন্দ্রের নয়া পেনশন ব্যবস্থা অবিলম্বে বাতিল করার মত রাজ্য ও কেন্দ্রীশ দাবির পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বেসরকারিকরণ করার প্রক্রিয়া বন্ধ করা, কর্মসংস্থানের স্বার্থে কোচবিহার চকচকা শিল্প বিকাশ কেন্দ্রে রুগ্ন শিল্প পুনরুজ্জীবন ও নতুন শিল্প স্থাপনের মতো স্থানীয় দাবি সহ সমস্ত শূন্য পদে স্বচ্ছ পদ্ধতিতে স্থায়ী নিয়োগ, অনিয়মিত এবং অস্থায়ী কর্মচারী এবং শিক্ষকদের নিয়মিতকরণ এবং নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতনের দাবি ছাড়াও বিভিন্ন দাবিকে সামনে রেখে কোচবিহার জেলাশাসকের দপ্তরে অভিযান, অবস্থান ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করে 12ই জুলাই কমিটি।

people
জলপাইগুড়িতে মিছিল


অপরদিকে বকেয়া মহার্ঘ্য ভাতা (dearness allowance), স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে 12ই জুলাই কমিটির ধিক্কার মিছিল জলপাইগুড়ি শহর জুড়ে। শ্রমিক ,কর্মচারী শিক্ষক দের মুক্ত মঞ্চ ১২ই জুলাই কমিটি জলপাইগুড়ি শহর জুড়ে ধিক্কার মিছিল করে আজ।এইদিন কর্মচারী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে তারা।  কয়েক শ শিক্ষক সরকারী কর্মচারী এই মিছিলটিতে সামিল হয়েছিলেন।