NO DA, NO Election Duty: সাঁড়াশি চাপে রাজ্য! একদিকে   আমরণ অনশন অপরদিকে ভোটের ডিউটি থেকে অব্যাহতির দাবি 


NO DA, NO Election Duty:



NO DA, NO Election Duty: সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বকেয়া DA ও সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শূণ্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবী দুটি মানা না হলে পঞ্চায়েত ভোটে ভোটকর্মীর ডিউটি বয়কটের দাবি জানাল। রাজ্য নির্বাচন কমিশন অফিসে (SEO) ও CEO অফিসে আগামী পঞ্চায়েত ভোটে ভোটকর্মীর ডিউটি বয়কটের দাবি জানিয়ে চিঠি দেওয়া হলো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষথেকে।

উচ্চ আদালতের রায় মেনে AICPI অনুযায়ী অবিলম্বে সকল বকেয়া ডিএ প্রদান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শূণ্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবীতে রাজ্য জুড়ে সরকারী কর্মচারীদের বিভিন্ন কর্মসূচী চলছে। একদিকে আমরণ অনশনের মতন কর্মসূচী, সেই সাথে পূর্ণ কর্মবিরতির মতন কর্মসূচীও চলছে সমান ভাবে।




শহীদ মিনার প্রাঙ্গনে হাজার হাজার শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, নার্স, আদালত, গ্রন্থাগার, পঞ্চায়েত তথা কর্পোরেশান কর্মীরা খোলা আকাশের নীচে অবস্থান করছেন। তাদের দাবী যতক্ষন না সরকার তাদের নায্য দাবী মেনে নেবে ততক্ষন তারা এই অবস্থান কর্মসূচী চালিয়ে যাবেন।




বেশ কয়েক বছর ধরে তারা নায্য ডি.এ (dearness allowance) থেকে বঞ্চিত। হাইকোর্ট ইতিমধ্যে ডি.এ তাদের নায্য অধিকার এবং সেটা তাদের দিতে হবে বলে রায় দিয়েছেন। এরপরও সরকার নানা টালবাহানা করে সময় নষ্ট করছেন। সরকারের তরফ থেকে বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাওয়া হয়েছে। SLP দাখিলের মাধ্যমে চলছে সময় নষ্ট করার প্রয়াস। এমন অবস্থায় রাস্তায় নেমে আন্দোলনের সিদ্ধান্ত 28 টি সংগঠনের মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ।




১ ফেব্রুয়ারি, বুধবার রাজ্যজুড়ে স্কুল, হাসপাতাল ও আদালত-সহ সমস্ত সরকারি দফতরে কর্মবিরতি পালন করা হয় দুপুর ২ থেকে বিকেল ৪টে পর্যন্ত। বিধানসভা অভিযানের পর ২৭ জানুয়ারি থেকে ধর্মতলায় ধর্ণায় বসেছেন তাঁরা। সেই ধরনা মঞ্চ থেকেই এদিন সরকারি দফতরে কর্মবিরতির ডাক দিয়েছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এরপর ১৩ ফেব্রুয়ারি পূর্ণ করমবিরতির ডাক দেওয়া হয়। দুটি কর্মবিরতির কর্মসূচীই রাজ্য জুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে।


এমতাবস্থায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যদি রাজ্য সরকারী কর্মচারীরা অংশ না নেয় সেক্ষেত্রে নির্বাচনে কেমন প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। এমন সাঁড়াশি চাপে রাজ্য কী ভূমিকা নেয় এখন তাই দেখার।