Breaking: ২৩শে ফেব্রুয়ারি শুরু মাধ্যমিক, ফল প্রকাশ কবে? জানালো বোর্ড
আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে আজ সাংবাদিক বৈঠক করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে ফল প্রকাশের তারিখ জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এদিনের সাংবাদিক বৈঠকে সভাপতি জানান সবরকম প্রস্তুতি শেষ। পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান পর্ষদ সভাপতি। এরপর জানান, আগামী মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ করবে বোর্ড।
এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন। পর্ষদ সভাপতি জানান, ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলিটর নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊