প্রবাসী বাঙালিদের জন্য 'আপনা বাংলা' পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশ হোক কিংবা বিদেশ নিজের মাতৃভাষায় কথা বলা কিংবা মাতৃভাষার প্রতি একটা টান সকলের আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) সেই আবেগ যেন বেশি করে প্রকাশ করতে ইচ্ছে করে। বাঙালির মনের সেই অনুভূতির কথা বুঝেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রবাসী বাঙালিদের জন্য চালু করলেন ‘আপন বাংলা’ পোর্টাল।
এখন থেকে বাংলায় যা অনুষ্ঠান হবে তার বিদেশের মাটিতে বসে থেকে দেখতে পারবেন প্রবাসী বাঙালিরা। বিদেশে বসেও তাতে অংশ নিতে পারবেন প্রবাসীরা। দিতে পারবেন প্রয়োজনীয় পরামর্শও। এই লক্ষ্যেই চালু হল ‘আপন বাংলা’ পোর্টাল (Apan Bangla)। এই পোর্টালে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও প্রাক্তন স্কুল, কলেজের বিষয় জানতে পারবেন প্রবাসী বাঙালিরা। পরামর্শ দেওয়া কিংবা অভিযোগ জানানোর আলাদা সেলের পাশাপাশি থাকবে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কলকাতা চলচ্চিত্র উৎসব কিংবা বইমেলার মতো বড় অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ‘আপন বাংলা’ পোর্টালে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য এটাই উপহার রাজ্যের মুখ্যমন্ত্রীর। আজ দুপুরে দেশপ্রিয় পার্কের (Deshapriya Park) ভাষা মঞ্চের অনুষ্ঠানে আপনা বাংলা পোর্টালের ঘোষনা দেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊