Latest News

6/recent/ticker-posts

Ad Code

Justice Biswajit Basu : 'এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ?' প্রশ্ন বিচারপতির

Justice Biswajit Basu : 'এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ?' প্রশ্ন বিচারপতির



highcourt




যেসব স্কুলে ছাত্র আছে শিক্ষক কম সেই সকল স্কুলে যেসব স্কুলে ছাত্রদের অনুপাতে শিক্ষক বেশি সেখান থেকে পাঠানোর পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিক্ষক বদলির এক মামলায় এমন পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিকে আজ এবার আরেকটি মামলার প্রেক্ষিতে বিশ্বজিৎ বসু আরও বলেন ' অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে'




স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার ( School Recruitment Scam ) পর এবার শিক্ষক বদলিতেও কড়া কলকাতা হাইকোর্ট। সোমবার এক মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, 'রাজ্যে দশ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা হয়েছে, আর এদিকে চার লাখ কম ছাত্র এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে' মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 



তিনি আরও বলেন, 'যে স্কুলে পড়ুয়া কম রয়েছে সেখানকার ছাত্রদের কাছের অন্য স্কুলে পাঠিয়ে দিন। শিক্ষকদের অন্যত্র বদলি করুন। তাঁর পরামর্শ আইনে বদল আনুন। বিচারপতির পর্যবেক্ষণ, 'সরকারি টাকায় নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা। ভালো কথা। কিন্তু নিজের স্কুলের সন্তান সম পড়ুয়াদের খেয়াল রাখছেন তো ? 'কোন পড়ুয়াকে যদি জিজ্ঞাসা করা যায় যে সে আপনাদের কাছ থেকে কি শিখেছে ? সদুত্তর পাব তো ? উত্তর আপনাদের জন্য স্বস্তিদায়ক হবে তো ? প্রশ্ন বিচারপতির। 



'নিজের অধিকারের এইচআরএ, সিএল, পিএল, সিসিএল চাইছেন, কিন্তু পড়ুয়াদের অধিকারের কি হবে? প্রশ্ন বিচারপতি বসুর। 'একাধিক স্কুলে ৩০, ৩৫, ৫০ জন পড়ুয়া, কিন্তু দেখা যাচ্ছে ১০-১৫ জন শিক্ষক আছেন। সরকারি কোষাগারের টাকার অপচয় হচ্ছে' , মন্তব্য বিচারপতির। 'এই সব স্কুল রেখে লাভ কি ? অন্য স্কুলের সঙ্গে মিলিয়ে দিন' স্কুল শিক্ষা দপ্তরকে পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code