Latest News

6/recent/ticker-posts

Ad Code

WT20 Semi-Final: স্বপ্নভঙ্গ ভারতের, সেমিফাইনাল থেকেই বিদায় নিল টিম ইন্ডিয়া

WT20 Semi-Final: স্বপ্নভঙ্গ ভারতের, সেমিফাইনাল থেকেই বিদায় নিল টিম ইন্ডিয়া 

WT20 semi-final


টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হল ভারতের মহিলা টিমকে। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লড়াইটা সহজ ছিল না। শুরু থেকে চাপে থাকার কথা ছিল। টিম ইন্ডিয়ার সেই চাপ বাড়িয়ে দেন বেথ মুনি ও মেগ ল্যানিং। দুই অজি তারকার ঝোড়ো ব্যাটিংয়ে চার উইকেট হারিয়ে ১৭৩ রানের স্কোর গড়ে।



১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ২৮ রানে ৩ উইকেট চলে যায়। তবে সেখান থেকে লড়াই শুরু করে জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কৌর। ২৪ বলে ৪৩ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন জেমাইমা। তবে হাল ছাড়েননি হরমনপ্রীত। ৩২ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন হরমনপ্রীত। কিন্তু হরমনপ্রীতের সেই লড়াই ব্যর্থ হয়। ৩২ বলে যখন ৪০ রান বাকি, তখন রান আউট হয়ে যান হরমনপ্রীত। তারপরই ফিরে যান রিচা ঘোষও (১৭ বলে ১৪ রান)। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭/৮ স্কোরে আটকে যায়। ৫ রানে হেরে যায় ভারত।



সব মিলিয়ে ফের বড় টুর্নামেন্টে মাথা নীচু করেই বিদায় নিতে হল টিম ইন্ডিয়াকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code