ডিএ-র দাবিতে একাধিক কর্মসূচির ঘোষনা সংগ্রামী যৌথ মঞ্চের
রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র দাবি নিয়ে আন্দোলন চলছে। আজ দুপুর ১ টায় ডিএ-র দাবিতে ২৪ ঘন্টার অনশন আন্দোলনের কর্মসূচি শেষ হয়। আর এর পর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী বেশ কিছু কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ৭ই ফেব্রুয়ারি দাবি দিবস পালনের ডাক দিয়েছে কর্মচারীরা।
এদিন কর্মচারী যৌথ মঞ্চের তরফ থেকে জানা গেছে আগামী ৭ ফেব্রুয়ারি সারা রাজ্যে সমস্ত ডিএ প্রাপক কর্মচারীবৃন্দ বুকে দাবি সম্বলিত ব্যাজ পরে দাবি দিবস পালন করা হবে। এদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের অবস্থান মঞ্চে ডাকা হবে তাঁদের যন্ত্রণার কথা তুলে ধরবার জন্য।
দাবি পূরণ না হলে ৭ ফেব্রুয়ারি পর ৮ই ফেব্রুয়ারি আরো বৃহৎ কর্মসূচির ঘোষণা।
বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে ১০ ফেব্রুয়ারি শহীদ মিনারে নাগরিক কনভেনশন।
১৩ ই ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে জরুরী পরিষেবা বাদ দিয়ে পূর্ণদিবস কর্ম বিরতি।
এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, দাবি আদায়ের দৃঢ় সংকল্প মঞ্চ। প্রতিটি কর্মসূচি সফল করুন। কর্মসূচি সফল করার ক্ষেত্রে কোন আক্রমণ অথবা সমস্যায় পড়লে আমরা সম্পূর্ণভাবে তাঁদের পাশে আমরা থাকব এই অঙ্গীকার করছি। দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে গড়ে ওঠা এই ঐক্যবদ্ধ আন্দোলনে সকলকে সামিল হওয়ার বার্তা দেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊