Coochbehar Air Ticket Booking : শুরু হলো কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার টিকিট বুকিং

Coochbehar Air Ticket Booking



স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক বলেছিলেন কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। গত ৩ ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেছিলেন সাংসদ নিশীথ প্রামানিক। সেখানেই তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উরান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।


মাত্র ৯৯৯ টাকা খরচ করলেই এই বিমানে চড়া যাবে। কিন্তু নানান রকম ত্রুটি এবং সমস্যার কারণে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার দিন পিছিয়ে যায়। জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হবে। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বুকিং পরিষেবা । 

Coochbehar Air Ticket Booking


২০ তারিখ নাগাদ একটি ট্রায়াল রান হতে পারে! তারপর দিন থেকেই শুরু হয়ে যাবে এই বিমান পরিষেবা ।


প্রতিদিন দুপুর ১২ টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে অবতরণের ১৫ মিনিট পর ছাড়বে এই বিমান। বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় পৌঁছে যাবে মাত্র ১ ঘন্টা ৫৫ মিনিটে। ভুবনেশ্বর জামশেদপুর বাংলাদেশ  হয়ে কোচবিহারে যাবে এই বিমান ।

coochbehar to kolkata


দীর্ঘ টালবাহানার পর কোচবিহার বিমানঘাটি থেকে বিমান উড়বার খবরে খুশির ঢেউ ছড়িয়ে পরেছে কোচবিহারে। যদিও মাত্র ৯ সংখ্যক আসনের বিমান, তবুও অবশেষে বিমান উড়বে এই খবরেই আনন্দিত কোচবিহারের মানুষজন। 

কীভাবে বুকিং করবেন কোচবিহার-কোলকাতার বিমানের টিকিট? এই জন্য নীচে  ইন্ডিয়ান ওয়ান এয়ার এর ওয়েবসাইটে ক্লিক করে খুব সহজেই আপনার টিকিট বুক করতে পারবেন।