জলপাইগুড়িতে রাজ্যপাল, নিজের প্রথম কর্মস্থলের স্মৃতিতে ভাসলেন সিভি আনন্দ বোস

C V Ananda Bose


শুক্রবার জলপাইগুড়িতে আসলেন রাজ্যপাল সিভি আনন্দ (C V Ananda Bose)। এদিন বিকেলের দিকে তিনি জলপাইগুড়িতে আসেন। বিকালের দিকে জলপাইগুড়ি ৪ নং ঘুমটি এলাকার মসজিদ এলাকায় ঘুরে দেখেন এর পর তিনি জলপাইগুড়ি স্টেট ব্যাঙ্ক এর প্রাক্তন কর্মী অশোক কুমার রায় চৌধুরীর বাড়িতে যান।

অশোক কুমার রায় চৌধুরী জানিয়েছেন, রাজ্যপাল তার সাথে পুরোনো দিনের স্মৃতির কথা বললেন। এদিন রাজ্যপালের সাথে ছিল জলপাইগুড়ি জেলা শাসক।

জানা গিয়েছে, কর্মজীবনের শুরুতে তিনি বেশ কয়েক মাস জলপাইগুড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক পদে কাজ করেছিলেন। আর সেই পুরনো কর্মস্থল ঘুরে দেখতেই জলপাইগুড়িতে আসেন তিনি।

শহরের ইউরোপিয়ান ক্লাবের কাছে ইংরেজ আমলের পুরনো একটি লালবাড়ি রয়েছে। সেই লাল বাড়িটি ছিল ওই ব্যাংকের অফিস যেখানে বেশ কিছুদিন কাজ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগমন ঘিরে সেই লাল বাড়িকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছিলো। এছাড়াও জলপাইগুড়িতে এক গুচ্ছ কর্মসূচি ছিল রাজ্যপালের।