Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today News: কাউন্সিলারকে বাড়ির মধ্যে বন্ধ করে লুট করলো চোরের দল

কাউন্সিলারকে বাড়ির মধ্যে বন্ধ করে লুট করলো চোরের দল 


women in nighty



প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা নন্দীকে তার বাড়ির মধ্যে বন্ধ করে চোরের দল লুট করল সোনার গহনা ও বিদেশি বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের কুমোরবাজার নন্দীপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্য দিনের মতোই এদিন ওই প্রবীণ আইনজীবী বাড়িতে একাই ছিলেন । রাত্রি প্রায় দেড়টা নাগাদ তিনি ঘুমোতে যান, পরে সকাল বেলায় উঠে তিনি দেখেন তার বাড়ির দরজার বাইরে থেকে লাগানো রয়েছে।

এই ঘটনাটি লক্ষ্য করে তিনি পরিজনদের দরজা খুলতে বললেই তারা কোনক্রমে বাড়ি ঢুকে দেখেন তার বাড়ির পাশেই ছেলের রুমে থাকা তিনটি লোহার আলমারি লকার সহ ভেঙ্গে ফেলে, তার মধ্যে থাকা সোনার অলংকার ও বিদেশী বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল।

এ প্রসঙ্গে রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে এই চুরির ঘটনার তদন্ত শুরু করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code