হঠাৎ দেওয়ানহাটের এক অঙ্গনয়াড়ি কেন্দ্র পরিদর্শন রাজ্য সরকারের নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার
কোচবিহার: কোচবিহারের দেওয়ানহাটে হঠাৎ একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে খোঁজখবর নিলেন রাজ্য সরকারের নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
শনিবার কোচবিহার থেকে দিনহাটায় আসার পথে মন্ত্রী দেওয়ানহাটে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দত্ত শর্মা।
এদিন মন্ত্রী শশী পাঁজা ওই কেন্দ্রে গিয়ে কথা বলেন শিশুদের অভিভাবকদের সাথে। সেখানে কোন সমস্যা রয়েছে কিনা সেসব খোঁজ নেন অভিভাবকদের কাছ থেকে। কথা বলেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীদের সাথে। এদিন রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে ওই কেন্দ্রের শিশুদের অভিভাবকরাও বেজায় খুশি।
মন্ত্রী শশী পাঁজা জানান, এদিন একটি অনুষ্ঠানে দিনহাটায় যাওয়ার পথে অঙ্গনওয়াড়ি সেন্টারএ গিয়ে খোঁজখবর নেই। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আমাদের নিজস্ব বাড়ি। তার পরিকাঠামো দেখলাম। উদ্দেশ্যপ্রণীত হয়ে নানা ভাবে যে সরকারকে হেয় করার চেষ্টা হয়ে থাকে। আমরা সেসব খোঁজখবর নিলাম।
No comments:
Post a Comment