JEE Main 2023 Examination: Download JEE MAIN 2023 EXAMINATION ADMIT CARD


Joint Entrance Examination Main

জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড প্রকাশিত হল। জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন মেন ২০২৩ (JEE Main 2023 Session 1) - এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি‌। আগামী ২৪শে জানুয়ারি থেকে শুরু হবে এই পরীক্ষা। যেসকল প্রার্থীরা সেশন ১- এর জন্য রেজিস্টার করেছিলেন তাঁরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন মেন অর্থাৎ JEE Main- এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। জানা যাচ্ছে সেশন ওয়ানে বাকি যেসমস্ত পরীক্ষা রয়েছে তার হল টিকিট পরে প্রকাশ করবে এনটিএ।



ন্যাশনাল টেস্টিং এজেন্সির ক্যালেন্ডার অনুসারে JEE Main 2023 Session 1- এর পরীক্ষা হবে আগামী ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি। এর আগে ২৭ শেষ জানুয়ারি ছিল পরীক্ষা পরে তার পিছিয়ে দেয় এনটিএ। ২৭শে জানুয়ারির পরিবর্তে পরীক্ষা হবে ১লা ফেব্রুয়ারি। সেকেন্ড সেশনের পরীক্ষা হবে এপ্রিল মাসে।



Admit Card Download

প্রথমে jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

হোম পেজে গিয়ে "JEE Main 2023 Admit Card Link" এই লেখার উপর ক্লিক করতে হবে।

এরপর লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে।

সাবমিটে ক্লিক করতে হবে।

স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড।

ডাউনলোড করা যাবে অ্যাডমিট।

প্রিন্ট করে নিতে পারেন ভবিষ্যতের জন্য।