International Recitation Festival 2023 : আবৃত্তি পরিষদের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ২০২৩ অনুষ্ঠানের শুভ উদ্বোধন

International Recitation Festival 2023 : আবৃত্তি পরিষদের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ২০২৩ অনুষ্ঠানের শুভ উদ্বোধন


recitation




দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে শুভ উদ্বোধন হলো আবৃত্তি পরিষদের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব।

প্রদীপ প্রজ্জ্বলেন মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী পারভেজ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন দিল্লি আকাশবাণীর সঞ্চালক ও ঘোষক প্রনব দত্ত, কলকাতার বিখ্যাত আবৃত্তি শিল্পী রুম্পা দে, আসামের আবৃত্তি শিল্পী সঞ্জয় সরকার, এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, দিনহাটা পৌরসভার পৌর প্রধান গৌরী শংকর মাহেশ্বরী প্রমূখ।

এরপর পর্যায়ক্রমে আবৃত্তি পরিষদের নির্বাচিত আবৃতি শিল্পীদের প্রতিযোগিতামূলক একক কবিতা পাঠ হয়। বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতাকে একটা অন্যমাত্রায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেই চলেছে আবৃত্তি পরিষদ।

প্রশিক্ষক শিলাদিত্য রায় জানান এই অনুষ্ঠানে নির্বাচিত ৭৫ জন আবৃত্তি শিল্পী অংশ গ্রহণ করেছে। আবৃত্তি বিচারকমণ্ডলী হিসেবে থাকবেন অতিথি বাচিক শিল্পীরা যারা দেশ ও দেশের বাইরে থেকে এসেছেন।

Post a Comment

thanks