LIC AAO Recruitment, 31st January 2023 last date for applications
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ায় অ্যাসিট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারেল) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগেই। গত ১৫ই জানুয়ারি থেকে আবেদন গ্রহন শুরু হয়েছে। আবেদন গ্রহন চলছে আগামী ৩১শে জানুয়ারি। মোট ৩০০টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে এলআইসি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৩১শে জানুয়ারির মধ্যে আবেদন করতে পারেন অনলাইনেই।
গুরুত্বপূর্ন তারিখগুলো
অনলাইনে আবেদন শুরু: 15/01/2023
অনলাইনে আবেদনের শেষ তারিখ: 31/01/2023
পরীক্ষার ফি প্রদানের শেষ তারিখ: 31/01/2023
প্রিলিমিনারী পরীক্ষার তারিখ: 17 এবং 20 ফেব্রুয়ারি 2023
প্রবেশপত্র উপলব্ধ: পরীক্ষার আগে
দ্বিতীয় পর্বের প্রধান পরীক্ষা: 18/03/2023
আবেদন ফী
জেনারেল/ইডব্লিউএস/ওবিসি: 700/-
SC/ST/ESM/PH : 85/-
শুধুমাত্র ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ইউপিআই-এর মাধ্যমে LIC AAO নিয়োগের ফি প্রদান করুন।
বয়সসীমা
ন্যূনতম বয়স: 21 বছর
সর্বোচ্চ বয়স: 30 বছর।
এলআইসি সহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেনারেলিস্ট) নিয়োগের নিয়ম অনুসারে বয়সের শিথিলকরণ দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊