Does Drinking Alcohol Really Help You Speak English Better?

Drinking Alcohol


আপনি কি জানেন কিছু কিছু ক্ষেত্রে অ্যালকোহলের উপকারিতাও রয়েছে?। একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে, একজন ব্যক্তি যদি সীমিত পরিমাণে মদ্যপান করেন, তবে তাঁর অন্য বা বিদেশী ভাষা শেখার ক্ষমতা বাড়ে। 


যদি সেই ব্যক্তি সেই ভাষা কিছুটা কম জানেন, তবে মদ্যপান তাঁর শেখার ক্ষমতা বাড়াতে পারে। ভারতীয়দের ক্ষেত্রে এটি ইংরেজি ভাষা হতে পারে। যাঁরা তাঁদের মাতৃভাষায় কথা বলেন তাঁরা সীমিত পরিমাণে মদ্যপান করলে কিছুদিন বাদে অনর্গল ইংরেজি বলতে শুরু করতে পারেন।


সায়েন্সডেইলিতে প্রকাশিত এই গবেষণার রিপোর্ট অনুযায়ী, ইংরেজির মতো বিদেশী ভাষায় কথা বলার ক্ষমতা কিছুটা বাড়ায় মদ্যপান। তবে কতটা পান করতে হবে সেই সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।