hatekhari : সরস্বতী পূজায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হাতেখড়ি রাজ্যপালের !

সরস্বতী পূজায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হাতেখড়ি রাজ্যপালের !

hatekhari




এ বছর সরস্বতী পুজোয় হাতেখড়ি হবে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ২৬ জানুয়ারি রাজভবনের ‘ইস্ট লন’-এ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই হবে অনুষ্ঠান। বুধবার রাজভবনের তরফে এ কথা জানানো হয়েছে।


২৬ ষে জানুয়ারি বাগ্‌দেবীর আরাধনা। আর এই শুভ মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলার প্রতি ভালোবাসার সৌজন্যে বাংলা ভাষায় হাতেখড়ি অনুষ্ঠান হতে চলেছে।


রাজ্যপাল নিজেই বলেছিলেন চেহারায় মালয়ালি হলেও তিনি মন থেকে বাঙালি। বাবা সুভাষচন্দ্র বসুর ভক্ত ছিলেন বলেই তাঁর নামের সঙ্গে ‘বোস’ জুড়ে গিয়েছে। রাজ্যপাল পদের দায়িত্ব পাওয়ার পরেই তিনি জানিয়েছিলেন, তিনি বাংলা শিখছেন। এ বার এই ভালোবাসার বাংলা ভাষায় হাতেখড়িও হতে চলেছে রাজ্যপালের।


মহাধূমধামে হবে রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান। ২৬ শে জানুয়ারি সন্ধ্যা ৫ টায় রাজভবনে হতে চলেছে রাজ্যপালের 'হাতেখড়ি'। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ