Breaking: অবশেষে আদালত জামিন দিলো সমাজকর্মী অঙ্কুর দাসকে

Sangbad Ekalavya
0

Breaking: অবশেষে আদালত জামিন দিলো সমাজকর্মী অঙ্কুর দাসকে





জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চড়া দামে অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে না পারায় কাঁধে মৃতদেহ কাণ্ডে সাহায্যেকারী কে চার দিনের পুলিশ হেফাজতের পর অবশেষে আদালত জামিন দিলো সমাজকর্মী অঙ্কুর দাসকে।




উল্লেখ্য, গত ৫ ই জানুয়ারি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ক্রান্তি ব্লকের জয়কৃষ্ণ দেওয়ান তার স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে গ্রামের বাড়ির উদ্যেশে রওনা হয়েছিলেন বলে জয়কৃষ্ণ বাবু দাবী করেছিলেন, কারণ প্রসঙ্গে হাসপাতাল থেকে কোনো শববাহী গাড়ি না পাওয়া এবং প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকদের দাবী মতো অর্থের জোগাড় করতে না পারা কেই সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে ছিলেন, এরপর জলপাইগুড়ির গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছা সেবী সংগঠনের পক্ষ থেকে সেই কাঁধে নিয়ে যাওয়া মৃতদেহ শববাহী গাড়িতে তুলে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়, এরপরেরই ঘটনা মোড় নেয় অন্য দিকে, অ্যাম্বুলেন্স চালক ইউনিয়ন এর পক্ষ থেকে স্বেচ্ছা সেবী ওই সংগঠনের ওপর রাজ্যে সরকার এবং স্বাস্থ্য দপ্তর কে হেয়ো করার অভিযোগ তুলে কতোয়ালি থানায় অঙ্কুর দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, যার প্ররিপ্রেক্ষিতে পুলিশ সমাজ সেবী অঙ্কুর দাসকে গ্রেফতার করে চার দিনের পুলিশ হেফাজতে নেয়।

রবিবার সেই সময় পেরিয়ে গেলে আদালত অঙ্কুর দাসকে জামিনে মুক্তি দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top