Primary Teachers : প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলায় ১৪০ শিক্ষকের চাকরি বাতিল! 

High Court, Primary Education
Calcutta High Court


প্রাথমিকের শিক্ষক (Primary Teachers) নিয়োগের মামলায় ১৪০ শিক্ষকের চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু চাকরি বাতিল নয়, বেতনও বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি। আগের ৫৩ সহ বাতিলের তালিকায় পড়লেন মোট ১৯৩ জন৷



এর আগে ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দেয় সেই চাকরি বাতিল নির্দেশে। সুপ্রিমকোর্টের তরফে ২৬৯ জনের বক্তব্য শোনার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাই কোর্টকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। হলফনামা জমা দেওয়া ৫৪ জনের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। ৫৩ জন আদালতে উপস্থিত ছিলেন। হলফনামার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি।



এরপর মোট ১৪৩ জন নথি খতিয়ে দেখানোর নির্দেশ মেনে আদালতে আবেদন করেন৷ বিচারপতি সেই আবেদনও খতিয়ে দেখে এদের মধ্যে ১৪০ জনের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় রইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে চাকরি বাতিলের তালিকায় পড়লেন মোট ১৯৩ জন (Primary Teachers)৷