ভ্রান্ত নীতির অনুপ্রাণিত কিছু শিক্ষক কর্মপ্রার্থী.. চাকরিপ্রার্থীদের বিক্ষোভ নিয়ে দীর্ঘ বিবৃতি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের



আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্ষুব্ধ SLST চাকরিপ্রার্থীরা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে মিছিল। একাধিক মামলার জেরে চাকরি আটকে থাকার অভিযোগ চাকরি প্রার্থীদের। এই ঘটনাকে ঘিরে ফেসবুকে দীর্ঘ পোস্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। 



এদিন তাঁর পোস্ট, "বাংলার ইতিহাসে তো বটেই হয়ত ভারতের ইতিহাসে এই প্রথম যে একজন সিনিয়র এডভোকেটের বাড়ীতে বিক্ষোভ দেখাতে সামিল হলেন মুখ্যমন্ত্রী ও তা দলের ভ্রান্ত নীতির অনুপ্রাণিত কিছু শিক্ষক কর্মপ্রার্থী| তাদের অভিযোগ আইনজীবীর সওয়ালে নিয়োগ আটকে যাচ্ছে| অতএব মামলায় সওয়াল করা চলবে না| মমতা-অভিষেকের কথার প্রতিধ্বনি|

সকালেই যখন অনলাইনে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি র স্থগিতাদেশ পাওয়া গেল | ঠিক তারপরই স্থানীয় থানার ইনস্পেক্টর এসে জানালেন,একদল চাকুরিপ্রার্থীরা আমার বাড়ী চড়াও হবে | বললাম, তেমন খবর জানা নেই| পুলিশ কর্মিরা জানালেন তারা নজর রাখছেন| আমি অনলাইন কোর্টে ব্যস্ত হয়ে পড়লাম|

বিভিন্ন সংবাদ মাধ্যম বারবার ফোন করে খবর নিতে থাকল| বেলা তিনটে নাগাদ জানলাম জনা পঞ্চাশ জড়ো হয়েছে গলির মুখে| ওখানেই পুলিশ তাদের আটকে দিয়েছে|

একজন কর্মরত পুলিশ অফিসার ঐ খবরটি দিয়ে জানতে চাইলেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলব কিনা| সানন্দে রাজী হয়ে গেলাম| সাংবাদিকদের প্রবল ভীড়ের মাঝে তিনজন এলেন কথা বললেন| তাদের ধারণা আমি চাইলেই নিয়োগ পত্র দিতে পারি এবং বিচার পক্রিয়া ত্বরান্বিত করতে পারি| ও দুটির একটিও আমার এক্তিয়ার ভুক্ত নয়| নিয়োগ কর্তা সরকার| মামলার প্রয়োজনই হয় না যদি সরকার সৎভাবে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে|

এরকম একটা অদ্ভুত ও অনন্য পরিস্হিতির সাক্ষী হয়ে ভাল লাগল|

অবশেষে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ । তাঁরা যথাযথ ব্যবস্হা নিয়ে এলাকার শান্তি বজায় রেখেছেন।"