DA NEWS: ডিএ মামলা ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

DA NEWS



সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল ডিএ (dearness allowance) মামলার শুনানি। এর আগে জানা গিয়েছিল ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে ছিল ডিএ (dearness allowance) মামলা। এবার সেই মামলা যায় বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। বুধবার, ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। সেই ডিএ (dearness allowance) মামলা ফের পিছিয়ে গেল। মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে। 


মামলা ছাড়লেন বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ । 'আমি আসায় কর্মীদের মধ্যে অতি -উৎসাহ তৈরি হয়েছে'। তাই এই মামলা আমি শুনব না, জানালেন বিচারপতি দত্ত। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতি মাহেশ্বরীর জায়গা মামলা যায় বিচারপতি দত্তের কাছে। কলকাতা হাইকোর্টে ছিলেন তিনি‌। পরে বদলি হয়ে যান বম্বেতে। 


প্রসঙ্গত, ৫ই ডিসেম্বর ডিএ (dearness allowance) মামলার রায় ঘোষনার কথা থাকলেও পরে তা গড়ায় ১৪ই ডিসেম্বরে। ১৪ই ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে লিখিত আকারে নিজেদের সংক্ষিপ্ত বক্তব্য জমা করতে হবে। পাশাপাশি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।


বিস্তারিত আসছে.....