B.ED vs D.EL.ED Case


B.ED vs D.EL.ED Case



দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল আজ। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট (B.Ed vs D.El.Ed Case on Supreme Court) অনুযায়ী আজ বিএড বনাম ডিএলএড (B.Ed vs D.El.Ed Case) সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি ছিল। এই মামলার দিকে তাকিয়ে আছেন শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীরা। 



সুপ্রিম কোর্টে বিচারপতি অনুরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার এজলাসে এদিন ওঠে মামলা। তবে কোনও রায় হল না। ফের শুনানির তারিখ দেওয়া হল। প্রায় এক মাস পিছিয়ে গেল শুনানি। আগামী ১০ জানুয়ারি ফের এই মামলার ফের শুনানি।



এই মামলার উপরে নির্ভর করছে বিএড চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment 2023) অংশগ্রহণের বিষয়টিও। মামলার দিকে তাকিয়ে আছেন ডিএলএড করা চাকরি প্রার্থীরাও।