Bogtui Case: পুলিশি FIR-কে চ্যালেঞ্জ করে লালন শেখের রহস্যমৃত্যু কাণ্ডে আদালতে CBI

Bogtui case



সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ। সিবিআইয়ের হেফাজতে মৃত্যু হয়েছে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। পুলিসের FIR-এ রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। রাজ্য পুলিসের FIR চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ সিবিআই।



সূত্রের খবর, FIR এ নাম রয়েছে DIG, SP , তদন্তকারী আধিকারিক-সহ সাত জনের। সিবিআইয়ের অভিযোগ, অন্যান্য মামলার তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেও FIR করা হয়েছে। তাতেই তদন্তকারী আধিকারিকরা আশঙ্কায় রয়েছেন বলে দাবি। আজকেই মামলার শুনানি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সিবিআই। তবে এটা আত্মহত্যার ঘটনা বলে দাবি সিবিআইয়ের। 




বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে যায় সিবিআই।সিবিআইয়ের পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি করা হলে আজ দুপুর তিনটেয় মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। বিচারপতি জানান, বুধবারই দুপুর ৩ টায় শুনানি হবে। অন্যদিকে, রামপুরহাট সিবিআই অস্থায়ী ক্যাম্প থেকে সমস্ত কাগজপত্র সহ কম্পিউটর, বালিশ, কম্বল সমস্ত কিছু সিজিওতে ফিরিয়ে আনল সিবিআই।