Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sayantan Guha : আলাদা রাজ্যের নামে গ্রেটার নেতা অনন্ত মহারাজ টাকা তুলেছে, কটাক্ষ মন্ত্রী পুত্রের

Sayantan Guha : আলাদা রাজ্যের নামে গ্রেটার নেতা অনন্ত মহারাজ টাকা তুলেছে, কটাক্ষ মন্ত্রী পুত্রের 




দিনহাটা :

আলাদা রাজ্যের নামে গ্রেটার নেতা অনন্ত মহারাজ টাকা তুলেছেন অভিযোগ মন্ত্রী পুত্রের। বৃহস্পতিবার দিনহাটাতে তৃণমূলের একটি কর্মসূচি থেকে এমনটাই অভিযোগ করেন মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ।

মন্ত্রী পুত্র সায়ন্তন গুহ বলেন গ্রেটার নেতা নিজেকে স্বঘোষিত মহারাজ বলে নিজের আসল নাম নগেন রায় কে লুকিয়ে বিজেপির দালালি করছেন। অনন্ত মহারাজ সবসময় বিজেপির দালালের মতন কথা বলেন, কখনো বলেন রাজ্য ভাগ নিশ্চিত আরও কত কিছু। আসলে তিনি রাজ্য ভাগের নাম করে বহু টাকা তুলেছেন এবং সেই টাকা দিয়ে চকচকা তে রাজপ্রাসাদ বানিয়েছেন। তো আপনারা কি তাকে জিজ্ঞেস করবেন না,এত টাকা কোথায় পেল! এত টাকার উৎস কি! কিন্তু এখন বিজেপির তথা কেন্দ্রীয় এজেন্সি গুলো চুপ, কারণ অনন্ত মহারাজ বিজেপির লোক তাই তার বাড়িতে কোন সিবিআই তদন্ত নেই।

মন্ত্রী পুত্র আরও অভিযোগ করে বলেন আপনারা কি চান স্বঘোষিত মহারাজ অনন্তকে রাজা মেনে পূর্বের মতোই সর্বস্ব বিক্রি করে তাকে উজাড় করে দিতে। আপনারা কি চান আবারও রাজতন্ত্র ফিরিয়ে আনতে। যে রাজতন্ত্রে যেকোন সময় আপনার স্বাধীনতা হারাতে পারে। তাই আমাদের সকলকে মিলে জোট বেধে এইসব বিজেপি ও বিজেপির দালালদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলেই এদিন তিনি বলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code