Primary Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউয়ের সূচি জানালো বোর্ড
গত মঙ্গলবার প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের। প্রথম পর্যায়ে ২০০ প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে পর্ষদ। নয়া ব্যবস্থায় কড়া ভাবে চলে ইন্টারভিউ প্রক্রিয়া। এরই মধ্যে দ্বিতীয় দফায় ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্বিতীয় দফায় কলকাতা জেলার ২৮২ জনের ইন্টারভিউ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে বোর্ড।
পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউ নেওয়া হবে। সময়, তারিখ ও অন্যান্য তথ্য মেলা করে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে পর্ষদ। সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। চাকরিপ্রার্থীরা চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকে 'কল লেটার' ডাউনলোড করে নিতে পারেন।
স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় এবছর পর্ষদের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্টারভিউয়েরও ভিডিয়োগ্রাফি থেকে শুরু করে নম্বর দেওয়ার ক্ষেত্রে অভিনব পদ্ধতি। সরাসরি পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষকরা নম্বর আপলোড করবেন। ফলে সংশোধনের আর কোনো জায়গা থাকলো না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊