Lalan Seikh Death Case: লালন শেখের রহস্যমৃত্যু কাণ্ডে CBI-কে নোটিশ পাঠালো CID
সিবিআই হেফাজতে থাকা লালন শেখের রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যে এই মৃত্যু তদন্তে নেমেছে সিআইডি। লালন শেখের রহস্যমৃত্যুর ঘটনায় এবার সিবিআইকে নোটিস সিআইডি’র। সূত্রের খবর, আত্মহত্যা নাকি খুন? লালন শেখের মৃত্যু তদন্তে সেই খোঁজেই নাকি সিবিআইকে নোটিশ পাঠিয়েছে সিআইডি।
সূত্রের খবর, সিআইডির প্রশ্নগুলির মধ্যে রয়েছে লালনের মৃত্যু হল কীভাবে? ক্যাম্পের ইনচার্জ কে ছিলেন? ঘটনার সময় ক্যাম্পে কারা ছিলেন? তাঁদের ভূমিকা ঠিক কী? সিনিয়র তদন্তকারী আধিকারিক ছিলেন কিনা? ক্যাম্পে সিসিটিভি ছিল কিনা? থাকলে সেই ফুটেজও চাওয়া হয়েছে। এরকম একাধিক প্রশ্ন করেছে সিআইডি। সিবিআইকে সেই সকল উত্তর দিতে হবে বলে জানানো হয়েছে।
বগটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু কাণ্ডে সিবিআইকে ভর্ৎসনা করে হাইকোর্ট। সিবিআই হেফাজতে মৃত্যু হয় লালন শেখের। আত্মহত্যা দাবি সিবিআইয়ের। লালন শেখের মৃত্যু কাণ্ডে হাইকোর্টে ভর্ৎসনার মুখে সিবিআই।
'বিচারাধীন বন্দিকে নজরে রাখা কি আপনাদের দায়িত্ব নয়?' লালন শেখের মৃত্যুতে হাইকোর্টের ভর্ৎসনার মুখে সিবিআই। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, 'সিবিআই হেফাজতে একজনের মৃত্যু হল। আত্মহত্যা বলছে, সেটি কি অস্বাভাবিক মৃত্যু? যেকোনও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই FIR জরুরি'।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊