জালে আটকে অজগর, ধরতে গিয়ে কামড় খেল এক যুবক, ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের পানিকাউরি গ্রামে


Ajagar



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ:



স্থানীয় সুত্রে জানা গেছে,পানিকাউরি এলাকার একটি চা বাগানের চারিদিক ঘেরা এক জালের মধ্যে আটকে পরে অজগর। জাল শুদ্ধ বাড়ির পাশে এনে রাখেন বাগান মালিক। সেখানেই স্থানীয় এক যুবক সাপটিকে ধরতে গিয়ে হাতে কামড় খায় বলে দাবি স্থানীয়দের। 




স্থানীয়রাই স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় যুবককে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে যুবক। এদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে খবর দেওয়া হয় স্থানীয় আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা।



বনদপ্তর সূত্রে খবর সাতটি সুস্থ থাকায় পরবর্তীতে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।