Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাশ্মীরের প্রথম মহিলা IAS আধিকারিক ক্লাস নিলেন দিনহাটা কলেজে

কাশ্মীরের প্রথম মহিলা IAS আধিকারিক ক্লাস নিলেন দিনহাটা কলেজে 

কাশ্মীরের প্রথম মহিলা IAS



দিনহাটা:

মঙ্গলবার সকালে দিনহাটা কলেজে ক্লাস নিলেন মহকুমা শাসক ডাক্তার রেহানা বশির (Rehana Bashir)। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দিনহাটা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের তিনি মূলত UPSC,WBCS পরীক্ষায় কিভাবে সাফল্য পেতে পারে ছাত্রছাত্রীরা ও কিভাবে পড়াশোনা করে তার প্রস্তুতি নেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।

উল্লেখ্য ডাক্তার রেহানা বসির হলেন কাশ্মীরের প্রথম মহিলা IAS আধিকারিক। তিনি কঠোর অধ্যাবসায়ে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা শাসকের দায়িত্ব সামলাচ্ছেন।

জানা গিয়েছে সদ্য কয়েকদিন আগে দিনহাটা কলেজের অধ্যক্ষ বিশেষ কাজে মহকুমা শাসকের অফিসে যান। সেখানে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে কলেজ পড়ুয়াদের ক্লাস নেওয়ার জন্য আহ্বান জানান অধ্যক্ষ আব্দুল আওয়াল। তারই আহ্বানে মঙ্গলবার দিনহাটা কলেজে উপস্থিত হওয়ার পাশপাশি ক্লাস নিলেন মহকুমা শাসক ডাক্তার রেহানা বসির।

মহকুমা শাসক ডাক্তার রেহানা বশিরের (Rehana Bashir) উপস্থিতিতে খুশি কলেজের অধ্যক্ষ,অধ্যাপক, অধ্যাপিকারা পাশাপাশি অত্যন্ত খুশি হয়েছেন ছাত্র-ছাত্রীরাও।

Video NEWS দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন- https://youtu.be/l8SAGIQI4t0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code