একটা দিনের জন্য ক্ষমতায় এলে মমতা অভিষেককে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে কংগ্রেস- রাজ্য যুব কংগ্রেস সভাপতি
জলপাইগুড়ি:
বিজেপি তৃণমূল আতাতে চলছে সরকার, এক ঘন্টার জন্য ক্ষমতায় এলে মমতা অভিষেককে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে কংগ্রেস। হুঙ্কার রাজ্য যুব কংগ্রেস সভাপতির।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের ডাকে বারো দফা দাবিতে জেলা শাসকের কাছে স্বারোকলিপী প্রদান কর্মসূচী পালন করে। তবে মাঝ পথেই পুলিশ বড় ব্যারিকেড তৈরী করে শান্তিপূর্ণ আন্দোলনকে আটকাবার চেষ্টা করে বলে অভিযোগ তুলেছেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত ।
অপরদিকে আজকের আন্দোলন প্রসঙ্গে বিক্ষোভ উপস্থিত রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক বলেন, পুলিশ তৃণমূলের জন্য চা, কফির ব্যবস্থা করে আর কংগ্রেস কর্মীদের জন্য লাঠি, বন্দুক। বর্তমান রাজ্য সরকার এত দুর্নীতির পরেও চলছে, তার অন্যতম কারণ বিজেপি তৃণমূল আতাত।
তিনি আরও বলেন- 'কংগ্রেস এক ঘন্টার জন্য ও যেদিন ক্ষমতায় আসবে, সেই দিন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে জেলে পাঠাবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊