PM Awas Yojana: আবাস যোজনায় দুর্নীতি রুখতে জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের
আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতি (corruption) রুখতে কঠোর পদক্ষেপ করবে নবান্ন, জেলাশাসকদের বৈঠকে বার্তা মুখ্যসচিবের (chief secretary)। জেলাশাসকদের (district magistrate) সঙ্গে বৈঠকে (meeting) বললেন. 'যাঁদের পাকা বাড়ি, আবাস যোজনার বাড়ি তাঁদের জন্য নয়।' কেউ অশান্তির চেষ্টা করলে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।
জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্যসচিব। এদিন তাঁর সাফ বার্তা কারও পাকা বাড়ি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম রাখা যাবে না। প্রভাবশালী দিয়ে কেউ অন্যরকম ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁর কথা শোনা হবে না. ।শুধু পাকা বাড়ি নয়, আবাস যোজনায় সুবিধা পেতে হলে অন্য যে সব মাপকাঠি রয়েছে সেগুলিও পূরণ করতে হবে বলে জানান মুখ্যসচিব।
আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতি (corruption) রুখতে কঠোর পদক্ষেপ করবে নবান্ন, বার্তা মুখ্যসচিবের (chief secretary)। প্রসঙ্গত, দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊