Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলস্বপ্ন প্রকল্পে কালাইঘাটিতে কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশুদ্ধ পানীয় জলাধারের কাজের শুভ সূচনা করলে বিডিও

জলস্বপ্ন প্রকল্পে কালাইঘাটিতে কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশুদ্ধ পানীয় জলাধারের কাজের শুভ সূচনা করলে বিডিও


Dinhata 2



দিনহাটা


কালাইঘাটিতে কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশুদ্ধ পানীয় জলাধারের কাজের শুভ সূচনা করলে বিডিও। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ইন্দো-বাংলা সীমান্ত লাগোয়া কালাইঘাটি এলাকায় PHE অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থানুকুল্যে নির্মিত এই বিশুদ্ধ পানীয় জলাধারের কাজের শুভ সূচনা হয়। 



উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস, ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন,সহকারী সভাপতি অতুল চন্দ্র সরকার, বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার ভট্টাচার্য্য, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান কোহিনূর বিবি প্রমুখ। এদিন এই কাজের শুভ সূচনার পর সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে দীপক কুমার ভট্টাচার্য বলেন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জলস্বপ্ন প্রকল্পের মধ্য দিয়ে PHE অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থানুকুল্যে প্রথম ধাপে ৪ কোটি ২ লক্ষ ৯৮৬ টাকা এবং পরবর্তী সময়ে আরও দুইটি ধাপে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই বিশুদ্ধ পানীয় জলের জলাধার। যেই জলাধারে ৩ লক্ষ লিটার বিশুদ্ধ পানীয় জল থাকবে। 



এই বিশুদ্ধ পানীয় জল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের চারটি মৌজার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আজ এই সীমান্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলাধারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code